ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক:
অসম প্রেমে জড়িয়ে পড়েছেন অরুণা বিশ্বাস। তবে তা বাস্তবে নয়। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনীতে অভিনয় করবেন তিনি। নাম ‘প্রেম বিলাসী’।
আজিশা রহমান ইতির চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন আকাশ আমিন। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। এতে একজন ডিভোর্সি নারীর চরিত্রে দেখা যাবে অরুণা বিশ্বাসকে। যিনি এক সময় স্বনামধন্য লেখক হিসেবে পরিচিতি লাভ করেন। একসময় তার সঙ্গে পরিচয় হয় এক তরুণের। তার সঙ্গে বন্ধুত্ব হয়। ঘটে নানা ঘটনা। এই তরুণের চরিত্রে অভিনয় করছেন আফফান মিতুল।
অরুণা বিশ্বাস বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প অসাধারণ। এখানে অসম প্রেমের গল্প বলা হয়েছে। আশা করছি, ভালো কিছু হতে যাচ্ছে।’
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাজের পাশাপাশি ঈদের বেশ কয়েকটি নাটকের শুটিং করছেন অরুণা বিশ্বাস। এ ছাড়া একাধিক ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি।
আগামী ১০ মে থেকে ঢাকার বিভিন্ন স্থানে ‘প্রেম বিলাসী’ চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হবে।
আরও পড়ুন: ভক্তদের ফোনের অপেক্ষায় জয়া আহসান!