ছবি: শহিদুল
মো.শহিদুল ইসলামঃ আগামী ২৫ মে, শনিবার কোনাবাড়ী ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করা বলে জানা গেছে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা বলেন, ঈদের ব্যস্ততাকে গুরুত্ব দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে। তিনি বলেন, এই ফ্লাইওভারের ফলে এ বছর ঈদে উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ঝামেলা থাকবে না। স্বল্প সময়ে বাড়ি ফিরতে পারবেন।
স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রকল্প ডিপুটি প্রজেক্ট ম্যানেজার সাখাওয়াত হোসেন সুমন বলেন, কোনাবাড়ী ফ্লাইওভারটির দৈর্ঘ্য দুই কিলোমিটার। এটি নির্মান করতে ব্যয় হয়েছে মোট ১৪৭ কোটি টাকা। তিনি আরও বলেন, ব্রিজের কাজ প্রায়ই শেষের দিকে আশা করি উদ্বোধনের আগেই আমাদের কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ। উদ্বোধনের পর সেতুতে যান চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন : কোনাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক চালকের মৃত্যু