আবছায়া জানালার কাঁচ
ফারুক আহম্মেদ
তুমি মন ভিজিয়ে লিখেছো ভালবাসা ঢেলে
নিজেকে উজার করে দিয়েছি,কবির প্রেমে।
আমিও বেঁচে থাকি তোমার প্রেমের আকাশে
এই অন্তরে তুমি ছাড়া কেও নেই,কিছু নেই।
আর কিছুতেই পারছিনা মনটা ধরে রাখতে
আমি খুন হয়ে গেছি তোমার রূপের ঝলকে।
উতালা মন নীড় বাঁধতে চায় তোমার সাথে
তুমি অনেক আদরে থাকবে এই বুকের পাঁজরে।
তুমি মোরে জড়ালে ভালবাসার মায়া জালে
আমি একটু পারবোনা তুমিহীন একা থাকতে।
যদি ফাকি দিয়ে চলে যাও ভুল পথে
তুমি জ্বলে পুড়ে মরবে প্রেম আগুনে।
এখনো মাঝ রাতে দুপুরের ছন্দ কানে বাজে
ঘুম ভেঙে দেখি আবছায়া জানালার কাঁচে।।
আরও পড়ুন:আমার মা