একুশ
মাহমুদ হুসাইন
হায়েনার দল হেনেছে আঘাত
বাঙালী, বাংলা করবে কুপোকাত।
প্রত্যয় এমন বাংলার জমিন চাই শ্মশান
বন্ধা, তাই ভাষাই হবে আঘাতের শঙ্খ সন্ধ্যা।
এই মাটি জমিন, ফুলিয়া ফুসিয়া লয়েছে
শফত,বাংলার মান রাখিবো ঘুচাবো আপদ।
রক্তের লালদাগে লেখা, “ও আমার বাংলা ভাষা” তোমাতে আমার দিনমান সকল ভালোবাসা।
দেখেছিল স্বপ্ন তারা অদ্য
লিখিতে পড়িতে মানিতে হবে উর্ধ।
আম জনতা ভাবিছে মায়ের ভাষাবীনে
কেমনে চলিবে আমাদের প্রতিদিন।
মানি না মানবো না এই রবে রাজ পথ সরব
আমরা আমাদের বাংলা ভাষায় করি গরব।
ফিরে পেতে চাই,”আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি”।
রাজ পথ মুখরিত-
মাতৃভাষা বাংলার দাবিতে মানুষ আন্দোলনরত
ফিরাতে ভাষার মান
গাহিতে হবে,১৪৪ ভাঙ্গার গান।
নিশাণ লেলিয়ে নিল তাজা প্রাণ,
বাংলা মায়ের বুক করে দিল খান -খান।
রফিক,জব্বার,শফিক
হয়ে গেল এই বাংলার চার’ই দিক।