কবি সঙ্গিনী
আসাদুল্লা কাহাফ
কোন স্বপ্ন লালসায় তুমি; হে কবি সঙ্গিনী?
তোমার মাধুরী বয়ে চলা নদী; হে অবগাহনী!
অর্থ প্রাচূর্য যে পারেনি ভাঙ্গতে কোন কবি মন,
শত ঔদার্য্যতা সর্বদা বিরাজে আমার কানন!
একদিন সত্যি ভুল ভাঙ্গবে যে-এ পৃথিবী অর্থে,
ছায়া ঢাকা এই উপহাসগুলো ভাসবে পরার্থে!
এখনও জাগো- হেয় করোনা সে কবিতার প্রেম,
যে গান যে সুর সবি কবি মনে বাজে সারাক্ষণ!
সব কিছুরই ভাঙ্গন ধরেছে নকল হৃদয়ে,
আসল মহনা ঘুচবে সেদিন- পাবে কী তা যেয়ে?
আড়ম্বর সে সত্য শাশ্বত জীবনের ধারা,
পাবে কী আদৌ তা;তখন হলেও তুমি দিশেহারা?
কবিকে তুমি কী অর্থ প্রাচূর্যের মাঝে পেতে চাও?
সে কবি নও; সে কবি নও, তার কবিতাও নও!
নিঃস্বার্থ প্রেম -সব চাহিদাকে হার মানায় সে,
তবুও সকলি আশে পাশে থাকে কবি সঙ্গিনী যে!
ভেবে দেখ ওহে-ভাবনার ঘোরে জগৎ সংসারে,
তাই বলি তোরে-বলি বারে বারে যেয়োনা আঁধারে!
মঙ্গল কালিমা রাশি চক্র করে দগ্ন মনুষ্যে,
আমারও আশা হারাবে না পেয়ে তুমি অবশেষে!
আরও পড়ুন:মালিক ও শ্রমিক