আটক জামাই ইমাম হোসেন। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক:
কুমিল্লার চান্দিনা উপজেলায় শ্বশুর মোহাম্মদ আলী (৫৫) কে হত্যার অভিযোগে নিহতের বড় মেয়ের জামাই ইমাম হোসেনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে মোহাম্মদ আলীর চাচাতো ভাই ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, ইমাম হোসেন তাঁর ছোট ভাইয়ের জন্য মোহাম্মদ আলীর ছোট মেয়ের বিয়ের প্রস্তাব দেন। এতে মোহাম্মদ আলী রাজি হননি। তিনি ৯ জুন অন্য এক জায়গায় মেয়ের বিয়ের দিন নির্ধারণ করেন।
চলমান বার্তার অন্যান্য খবর >>
‘এতে জামাতা ইমাম হোসেন ক্ষিপ্ত হন। শনিবার সকালে মোহাম্মদ আলী চান্দিনার নবাবপুরে মেয়ের বিয়ের বাজার করতে আসেন। তখন ইমাম হোসেন কৌশলে শ্বশুরকে ডেকে নিয়ে যান। দুপুরের পর বাড়ির পাশের খালে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।’
ফখরুল ইসলাম আরো বলেন, এ ঘটনার পর এলাকাবাসী জামাতা ইমাম হোসেনকে আটক করে পুলিশে দেয়। ইমামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ দেয়নি।’
আরও পড়ুন :আজ দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত-অস্ট্রেলিয়ার লড়াই