মো.শহিদুল ইসলাম: গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় বিদ্যুৎ পিষ্টে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫জুন) কোনাবাড়ী আমবাগ মধ্যপাড়া শহিদ মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটছে।
নিহত স্কুল ছাত্রী বাবা মাসুম ভুইয়া জানান, আমার মেয়ে সুইটি আক্তার চুমকি (১২) কে গতকাল বিকাল ৫.৩৫ মিনিটে ফুল দেবার কথা বলে শহিদ মুন্সির স্ত্রী বাড়ি ছাদে নিয়ে যান। ছাদে বিদ্যুৎ লাইন থাকায় সেই লাইনে চুমকি বিদ্যুৎ পিষ্ট হয়। সাথে সাথে বিদ্যুৎ সটে ছাদ থেকে নিচে পরে গিয়ে মাথায় আঘাত লাগে।
চলমান বার্তার অন্যান্য খবর>>
পরে স্থানীয় একটি হাসপাতালে নিলে তারা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পরমর্শ দেন।এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর চুমকি মারা যান।
কোনাবাড়ী থানার ওসি তদন্ত কলিন্দ্রনাথ গোলদার জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা হয়েছে।
সুইটি আক্তার চুমকি আমবাগ ইউনিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। চুমকি কুমিল্লা জেলার ময়নাগজ্ঞ থানার পরান পুর এলাকার ভুইয়া বাড়ীর মাসুমের মেয়ে। তারা পরিবারসহ আমবাগে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
আরও পড়ুন :