নিজস্ব সংবাদদাতা :
খুলনার দাকোপ উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্জিত হয়েছে চলমান বার্তা পত্রিকার দাকোপ প্রতিনিধি আজিজুর রহমান।
জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে নগরীর চালনা মোবারক মেমোরিয়াল ডিগ্রী কলেজের বিপরীতে একটি ভবনে সন্দেহভাজন কয়েকজন রোহিঙ্গা নারীর সন্ধান অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হন তিনি।
এ সময় মোবাইলে ঘটনার ছবি তুলতে গেলে পুলিশের সহকারি উপপরিদর্শক জাফর সাংবাদিক আজিজুর রহমানের মোবাইলের আঘাত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে।
শুধু তাই, সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সকল সাংবাদিকদের পুলিশ ঘটনাস্থল থেকে বের করে দেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করে।
এ বিষয়ে জানতে চাইলে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, অনেক লোকের ভীড় ছিল। তাই ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি সাংবাদিক আজিজুর রহমানের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন : গাজীপুরে প্রতিবন্দিদের সম্মানে ইফতার মাহফিল