ছবি: শহিদুল
মো.শহিদুল ইসলাম, গাজীপুর: গাজীপুরে একাধিক মাদক মামলার আসামী সামছুদ্দিন মন্ডল ওরেফে সামসু মন্ডলকে (৩৫) গ্রেফতার করেছে গাজীপুরের কাশিমপুর থানার পুলিশ।
গতকাল ২৪ এপ্রিল বুধবার রাত অনুমান ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ছয় মাদক মামলার আসামী সামসু দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। সে গাজীপুর মহানগর এলাকার কাশিমপুর থানাধীন বারেন্ডা মধ্যপাড়া মৃত গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে।
সামসু মন্ডল কাশিমপুর থানা এলাকার বারেন্ডা, হাতিমারা, এনায়েতপুর, মোল্লা মার্কেট, রওশন মার্কেট, কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাদক গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।
আজ ২৫ এপ্রিল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সামসু মন্ডলকে।
আরও পড়ুন: দলীয় পদ ও সম্পদ রক্ষায় এরশাদের জিডি