আহত পথচারী
মো.শহিদুল ইসলাম, গাজীপুর:
গাজীপুরের কোনাবাড়ী থানার কলেজগেট এলাকায় এনা পরিবহনের বাসের ধাক্কায় একজন নারী সহ দুইজন পথচারী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোনাবাড়ী থানার এস আই মো. রফিকুল ইসলাম রবি এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান , উত্তর উত্তরবঙ্গ থেকে কোনাবাড়ী হয়ে এনা পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। এ সময় ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাওয়ার পথে পথচারীদের ধাক্কা দিলে পথচারীরা গুরুতর আহত হন।
আহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওযা যায়নি।
এনা পরিবহনের গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে। শেষ খরব পাওয়া পর্যন্ত জানা গেছে, পুলিশ তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন : পটুয়াখালি আশ্রয় শিবিরে আবু বক্কর সিদ্দিক