ছবি : প্রতিবেদক
গাজীপুর ব্যুরো অফিসঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী মেট্রোপলিটন থানা এলাকায় বাইমাইল উত্তর পাড়া বাসাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত সাড়ে ৩ টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসার ৩১ টি কক্ষ পুড়ে যায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, রাতে কোনাবাড়ী বাইমাইল উত্তরপাড়া এলাকায় আবু বকর সিদ্দিক,খোকা মিয়া, রায়হান ও নাজ মুলের বাসাবাড়ীতে আগুন লাগে। পরে তা মুহূর্তের মধ্যে ওই বাড়ির ৩১ কক্ষে ছড়িয়ে পড়ে।
চলমান বার্তার অন্যান্য খবর >>
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ওই বাড়ির ৩১ কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়।
আগুনের সূত্রপাত গ্যাস লাইন থেকে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।।
পুড়ে যাওয়ার ঘরগুলোতে গার্মেন্টস কর্মীরা ভাড়া থাকতেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ১২ নং ওয়ার্ড কাউন্সিলর, আব্বাস উদ্দিন খোকন ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন :