ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির তারকা প্রার্থী সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়’র কাছে হেরে গেছেন তৃণমূলের তারকা প্রার্থী নায়িকা মুনমুন সেন। আসানসোলে মুনমুন সেনকে ৬৫ হাজার ভোটে হারিয়েছেন বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়।
বৃহস্পতিবার হেরে যাওয়ার খবর জানতে পেরেই প্রতিক্রিয়ায় মুনমুন সেন বলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ৩৮-৪০ আসন পাওয়ার কথা ছিল। কিন্তু কেন এমনটা হল তা তিনি বুঝতে পারছেন না।
তিনি বলেন, ‘আমি বুঝতে পারলাম না কেন আমরা হারলাম, আপনি (সাংবাদিক) বলতে পারেন কেন আমরা হারলাম?’
এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সুচিত্রা-কন্যা মুনমুন বলেন, ‘আমি খুব দুঃখিত। গণনা সঠিক হয়নি।’
এদিকে গত ২৯ এপ্রিল তার কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর থেকে শহরের শাড়ির দোকান চষে বেশ কয়েকটি শাড়ি কেনেন মুনমুন। নতুন কেনা শাড়ির মধ্যে থেকে বিশেষ দিনের (বৃহস্পতিবার ফল ঘোষণার দিন) জন্য আলাদা করে কয়েকটি শাড়ি বেছে রেখেছেন। সকাল সকাল তার মধ্যে থেকে একটি পরে ফল ঘোষণা শোনার ইচ্ছে ছিল তার। বেলা বাড়লে তিনিই জয়ী হয়েছেন নিশ্চিত হলে অন্য একটি শাড়ি পরবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু তার সেই আশা পূরণ হলো না।
আরও পড়ুন: স্মৃতি ইরানির কাছে হেরে গেলেন রাহুল গান্ধী