ফাইল ফটো
অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সরকারি সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড়টি আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানতে পারে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ফণীর সময় জানমালের ক্ষতি কমানোর জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী লন্ডন থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলেও জানান ইহসানুল করিম।
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার ও পায়রা বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: প্রাকৃতি দুর্যোগের সময় যে দোয়া পড়বেন