আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় করোনাভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় পাঁচ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে কয়েকজন দুর্বৃত্ত বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজসহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেওয়ার জন্য আসে।
এ সময় শিক্ষার্থীরা লাইনে দাঁড়ালে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উত্যক্ত করতে শুরু করে আনার খাঁ পাড়ার বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের শাকিব (১৮) নামে দুই যুবক। অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এ সময় ওই দুই যুবক ফোন করে তাদের লোকজন ডেকে এনে শিক্ষার্থীদের ওপর হামলা করে।
হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ৫ শিক্ষার্থী আহত হয়। পরে পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনির সিদ্দিকী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, টিকা নিতে লাইনে দাড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়। বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধান করা হয়েছে। বহিরাগতদের সঙ্গে ঘটনা ঘটেছে কিনা সেটা আমাদের জানা নেই।