তাপিত প্রাণ
আরিফ হাসান
আমার আমার বলতে
কিছু নেই-সকলই যে তার,
যিনি সবার উর্ধ্বে মহিমান্বিত
সকল ক্ষমতা যাঁর।
ঐ সাগর-ঐ আকাশ-
এই বাতাস নদীর কলতান,
সকলই তার ইশারায় চলে
তিনি-আল্লাহ সুমহান।
এই ফুল এই ফল মানুষের
কল্যাণে সৃষ্টি,
আল্লাহ তায়ালার নেয়ামত
কতইনা সুন্দর সুমধুর মিষ্টি।
তোমায় যদি পাইগো প্রভু
চাইনা কিছু আর ধরাতে,
তোমার দেখা পাইলে প্রভু
ভয় নেই আর কিছু হারাতে।
প্রিয়নবী-মুমিনের ধ্যানের ছবি
আমার নূরনবী হজরত,
আর কেহ নেই সমকক্ষ-
শেষ নবী মুহাম্মদ।(সঃ)
তাপিত প্রাণ সপিয়া দিলাম
প্রিয় নবীজির শানে,
আমার গুনাহ্ ক্ষমা করো প্রভু
শান্তি দাও মোর প্রাণে।
আরও পড়ুন: ‘জন্ম লগ্ন থেকে মৃত্যু অবধি’