অনলাইন ডেস্ক:
প্রথমে ঘোষণা এল দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ যায়নি। সেই হিসেবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সে অনুযায়ি সকল মসজিদে ও বাসায় তারাবীহ নামাজ আদায় করা হয়। কিন্তু এখন রাত সোয়া এগাড়টায় ঘোষণা দেয়া হল শওয়ালের চাঁদ দেখা গেছে, আমাগী কাল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ ঘোষণা দেন।
চলমান পত্রিকার আরো খবর পড়ুন>>
এদিকে আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তার সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন গ্রামে ঈদ উদযাপিত হয়েছে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়। সেই সুবাদে কাল বুধবার ঈদ উদযাপনের প্রস্তুতি ছিল দেশবাসীর মধ্যে। কিন্তু চাঁদ দেখা কমিটির ঘোষণায় সেই অপেক্ষা একদিন বাড়ল এবং ধর্মপ্রাণ মুসলমানরা একদিন বেশি রোজা রাখার সুযোগ পেলেন।
চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম।
আরও পড়ুন :নিরাপদ হোক ঈদযাত্রা