তুমিই শিক্ষক
রিটন মোস্তাফা
তোমার সংগ্রাম,তোমার পরিশ্রম
তোমার চেতনা,তোমার মনোভাব।
জীবনের জন্য লড়ে যাওয়া লড়াকু
তোমার এ সাহসী নিত্যদিনের সংগ্রাম
ভালোবসি শ্রমিক, জানাই গো ছালাম।
গতরে গতরে লেগে থাকা বিন্দু ঘাম
ঝড়ে না পরতেই আরেকটি সংগ্রাম ।
মেহনতি তুমি,বজয়ী তুমি,তুমি অদম্য
তোমার প্রতিটি যুদ্ধে জুটে যায় অন্য
মিটে যায় পরিবার স্বজনের দুঃখ কষ্ট।
তুমিই পারো আমাকে শেখাতে কীভাবে
বেঁচে থাকতে লড়ে যেতে হয় কি কৌশলে।
কীভাবে টিকতে হয়,হার না মেনে জীবনে
কীভাবে বাঁচতে এবং বাঁচাতে হয় সংসার
এই রুক্ষ পৃথিবীর কঠিন ও দুরূহ অসময়ে।
আরও পড়ুন:“শ্রমিক”