তোমার নামে সেজদা
ফজলুল করিম রাব্বী
ও আমার দয়াল আল্লহ
তোমার নামে সেজদা করা।
তুমি মিশে আছ – দেহ-মনে
কুল-মাখলুকে সব খানে।
তুমি যে মোর, অন্তরে–
বহাও মধুর ফল্গু ধারা
ও আমার দয়াল আল্লাহ
তোমার নামে সেজদা করা।।
তুমি দয়াল তুমি মহান
তোমার দয়া অসীম অপার,
তুমি আছ, সকল খানে
তোমার শক্তির নাই তোলনা
ও আমার দয়াল আল্লাহ
তোমার নামে সেজদা করা।।
তুমি রহমান, তুমি রাহিম
তুমি হলে আল-মুন্তাকিম
তোমার নামে চলে-বহেে
এই জল ধারা, আসমান-জমিন
তুমি আছ পাক কোরআনে
সেজদা করি তোমার নামে
ও আমার দয়াল আল্লাহ
তোমার নামে সেজদা করা।।
আরও পড়ুন :মোহাম্মদ কামরুজ্জামান তরুণের একগুচ্ছ কবিতা