আমায় মুক্তি দাও
হাবিব মজুমদার
আমি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই
একটু অক্সিজেন ধার দিবে কেউ?
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
আর পারছিনা সইতে
বাঁধনটা খুলে দাও না
এই বদ্ধতায় আর থাকতে পারছিনা
আমি যে মুক্তি চাই
মুক্ত পৃথিবীর সাথে মিতালী গড়তে চাই
দাও না এই নিয়ম থেকে মুক্তি।
চাই না আমার কোনো ভয় লাগানো যুক্তি
আমি মুক্ত হাওয়ায় চিন্তাহীনভাবে থাকতে চাই
আমি যে মুক্তি চাই
আমি যে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই।
লাভ কি বল?
কি হবে তোর আমাকে পাগল করে?
মস্তিষ্কের নিউরণগুলোকে অকেজো করে কি পাবি তুই?
শুধু একটা দেহ পাবি
যার প্রতিটা অঙ্গ কাঁদবে মুক্তির জন্য
মস্তিষ্কটা কাজ করাই বন্ধ করে দিবে
অতপর একটা নিথর দেহ…
আরও পড়ুন :