ছবি: দিনাজপুর জেলা প্রতিনিধি
মো: মোফাসিরুল রাশেদ, দিনাজপুর জেলা প্রতিনিধি : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য এ.এস.এম মনিরুজ্জামান মনির, সমাজতান্ত্রি ছাত্রফ্রন্টের দিনাজপুর জেলা শাখার সদস্য অজয় রায়, জেলা কমিটির সদস্য ভূমি চক্রবর্তী, এছাড়াও বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু।
বক্তরা বলেন,‘ নুসরাত হত্যার বিচার যেকোনোভাবেই করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তরা আরও বলেন,সরকারের প্রতি আহব্বান, কোনোভাবেই যেনো ধর্ষণকারীরা পার না পায়। এ সময় তারা বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা বাবা-মা তাদের মেয়েদের নিয়ে শঙ্কিত। আজ কোথাও আমাদের বোনেরা নিরাপদ নয়। বাড়িতে, রাস্তায়, শিক্ষাপ্রতিষ্ঠান সব জায়গায় তাদেরকে যৌন হয়রানির শিকার হতে হয়। ধর্ষকের পরিচয় যেন হয় শুধু ধর্ষক।’ নুসরাত হত্যাকা-ের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তরা।
আরও পড়ুন: এক শিশুর দুই মা