প্রতিবাদী শব্দগুলো হয় যখন নতজানু
সেই সাথে মৃত্যু হয় জাতীয় সত্ত্বার
উচ্চকিত কবিকণ্ঠ আজ দখল করেছে স্তুতিবাক্য
অনুগত শব্দমালা স্থান পেয়েছে কাব্যিকতায়
তাঁদের সত্ত্বায় শোভা পায় পদলেহন
ঘরের আঙিনায় বখাটেরা নেশা করছে
বিশুদ্ধ বাতাসে ভাসে গাঁজার ধোঁয়া
শৃঙ্খলিত হৃদয়ে অনুভূত হয় মৃত্যুর ছোঁয়া
ধর্ষিতার চিৎকারে বধির হয়ে যান কবি
একদল অনুগত শব্দের ভান্ডার উজাড় করছে দীর্ঘ কবিতায়
সমাজ রাষ্ট্রের বাসনাকে পদপিষ্ঠ করে
অন্য দল শৃঙ্খলিত হওয়ার ভয়ে স্বেচ্ছায় নির্বাসিত
দেশের বাইরে বিলাসী জীবনে অভ্যস্ত কবিরা লেখেন
শেলী, সেক্সপিয়ার, কিড্সদের নিয়ে
লেখেন Lords of Love, G Lare’র মতো কাব্যগ্রন্থ নিয়ে
প্রিয় মাতৃভূমি অসংগতি নিয়ে লিখতে গেলেই
তাঁদের সচল হাত হয়ে পড়ে কর্মহীন অচল।
মধ্যবর্তী কবির দল বাঁচার ইচ্ছায় প্রতিবাদী হয়
হতে চায় এযুগের মুক্তিযোদ্ধা
বিনিময়ে জোটে রাষ্ট্রদ্রোহিতার খেতাব
কেউ কেউ বলে জামায়াত শিবিরের দোসর
কলমটি পড়ে কোথায় যেন হারিয়ে যায়
কম্পিত হৃদয় সেটি খুঁজতে বারণ করে
তবুও ভাবনা জুড়ে উড়ে হাজারো অসঙ্গতি
জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্রে আধপেটা খেয়ে
হাতরিয়ে বেড়ায় প্রতিবাদী শব্দগুচ্ছ।
স্বাধীনতার পর জন্ম নেয়া কবি দেখে সামাজিক অসঙ্গতি
প্রতিবাদে গর্জে ওঠা কবিতা পাঠকপ্রিয়তা পায়
কিন্তু বাতাসে কান পেতে শোনে
আর অন্যায়কারীর গলায় শোভা পায়
বীরমুক্তিযোদ্ধার সম্মানীয় খেতাব।
একাত্তরের কলমযোদ্ধা আজ অনেকটাই নির্বিকার
স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী কলম হয়ে আছে নিরব, নিথর
আমরা কি সেই দেশে বাস করছি-
যার স্বপ্নে বিভোর থেকেছেন জনক?
তাঁর অনেক স্বপ্নই আজ অপূর্ণ
স্বপ্নপূরণে জাগাতে হবে ঘুমন্ত প্রতিবাদী শব্দমালা।