কঙ্কন ছবিতে আলিয়া ভাট
ডেস্ক রিপোর্ট:
আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান। বলিউডের এই দুই তারকার কেরিয়ার গ্রাফ দেখলে অনেকেরই ঈর্ষা হবে। দু’জনে এবার জুটি বাঁধছেন ‘কলঙ্ক’ ছবিতে। আগামীকাল মুক্তি পাবে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই জুটিকে বর্তমানের ‘শাহরুখ-কাজল’ বলেও সম্বোধন করছেন। এ হেন পরিস্থিতিতে আলিয়া প্রকাশ্যে শেয়ার করলেন বরুণের সঙ্গে বিচ্ছেদ হওয়ার শঙ্কায় নাকি ভুগতেন তিনি।
আলিয়া সাংবাদিকদের বলেন, ‘‘যখনই বরুণের সঙ্গে কাজ করতাম তখনই বিচ্ছেদের আশঙ্কা হত আমার। বরুণেরও হত হয়তো। এই ভাবনাটা যখন এসেছে তার পরেও আমরা দু’সপ্তাহ শুটিং করেছি। কিন্তু এর পরেও আমরা একসঙ্গে কাজ করব তো? এই ভাবনটা হত সব সময়।’’
আর পড়ুন:এবার ভারতের নির্বাচনী প্রচরণায় বাংলাদেশী নূর, ফেরদৌসকে ভারত ছাড়ার কড়া নির্দেশ
‘কলঙ্ক’-এর ভাবনা প্রথম ভেবেছিলেন প্রয়াত পরিচালক যশ জোহর। তাঁর ছেলে কর্ণের প্রযোজনাতেই আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি। আলিয়া, বরুণ ছাড়াও মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূরের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি
আর পড়ুন: