বিশ্বাসের ভিত
ইদ্রিস আলী মেহেদী
বিশ্বাসের ভিতে উলুবন গর্জে উঠে
সময়ের সিঁড়ি বেয়ে এগোয় জোয়ান
কাঁধে তাঁর লাঙ্গল জোয়াল
বা হাতে অপার শক্তি, দৃষ্টিতে অমল
শান্ত সরোবরে খেলা করে মৃদু ঢেউ।
মাটির শরীর থেকে সোনালী ফসল
তুলে এনে ভরে দিবে অভাবী পৃথিবী
খেলা করে সুখ, অাহা সুখ!
নক্ষত্রের বুকে অাঁকে সুখের প্রতিমা
জ্বালো ধুপ, অানো গন্ধ, বিলাও সকলে
দিকে দিকে পাখা মেলে সুখ প্রজাপতি।
ঝুরে ঝুরে খসে যায় উলুবন
কাঁধ থেকে খসে পড়ে লাঙ্গল জোয়াল
ভূতলে জোয়ান ডুবে যায়, , , ডুবে যায়, , ,
একি ভুল! মায়া মরীচিকা!
যে বিশ্বাসে ধরেছিল হাল
পরম নিশ্চিতে
কোথায় ফাটল ছিলো? কে জানে! কে জানে!!
আরও পড়ুন : শূন্যতার বসতবাড়ি