বৈশাখী আমেজ
নাসরিন পারভিন
উড়িয়ে যাবতীয় সে দিনতা হিনতা
জীর্ণতা শীর্ণতা যত স্মৃতির মৌনতা,
চৈত্রের চৌচির ক্ষত বিদায়ী খরতা
এসো এসো হে বৈশাখ উড়িয়ে জড়তা।
সয়েছে ধরণী কত নীরবে নিবৃতে
আগুনী ফাগুনে শত যাতনা তীব্রতে,
প্রচন্ড তাণ্ডবে তুমি এসো ধুয়ে নিতে
জীবনের ব্যার্থতার গ্লানি, মুছে দিতে ।
সূচনা থেকে শেষের অবারিত পথ
নিয়েছে জীবন যেন নতুন শপথ,
নবরূপে চকচকে খোলা হালখাতা
সবুজ সজীবতার অনিন্দ্যের পাতা।
এসো এসো হে বৈশাখ আমার দোয়ারে
নিয়ে উদারতা সুখ খুশির জোয়ারে।
হিসেব নিকেষ সব মিটিয়ে আবার
সৃজিত পূর্ণতা গড় পৃথিবী সবার।
বর্ষণ মুখরে এসো জানাই স্বাগত
আনমনা চৈতালি যত অমিতে আগত,
রমণীয় গীতিকারে শুভ্র শতদল
বৈশাখী আমেজে দিন জুড়ে কোলাহল।
আরও পড়ুন:বোশেখ আসে