বোশেখ আসে
নূরুন্নাহার নীরু
আসে বৈশাখ আসে বৈশাখ বৈশাখী হাওয়ার টানে,
নাচে রুমঝুম বাজে ঝুমঝুম ভোমরা ওলির গানে ,
আসে বৈশাখ আসে বৈশাখ দস্যি ছেলের প্রাণে৷
আসে বৈশাখ স্বপ্নে ছাওয়া বাঁধন হারা বুকে,
কখনো আবার জড়িয়ে থাকা আসমানীদের দুখে ,
আসে বৈশাখ আসে বৈশাখ বীরোত্তোমের
অকুতো ভয়ে ওঠে আসে সে শত্রুর মুখ পানে,
আসে বৈশাখ স্থির হয়ে এক বীর মোমিনের প্রাণে,
আসে বৈশাখ বাজিয়ে ভেরী যুদ্ধের ময়দানে৷
আসে বৈশাখ শমশের হাতে মুজাহিদের বেশে,
দৃপ্ততেজে উজ্জীবিত মৃত্যুভয়হীন শেষে,
এমনি করেই যাওয়া আসা ঘুচিয়ে দিতে উৎপীড়নে,
আসে বৈশাখ আসে বৈশাখ শহীদ শুভ্র কাফনে৷৷
আরও পড়ুন: অপরাজিতা (মিষ্টি প্রেমের গল্প)