মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে সুনীল কুমার পাইক (৭৬) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। উপজেলার পশ্চিম ধানীসাফা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত মুক্তিযোদ্ধা সুনীল কুমার পাইক উপজেলার ওই গ্রামের মৃত রাইচরন পাইকের পুত্র। এ বিষয় তিনি গতকাল রাতে স্থানীয় থানায় প্রতিপক্ষ জীবন পাইক গংদের বিরুদ্ধে জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ সুনীল কুমার পাইক এর সাথে একই এলাকার জিতেন্দ্র নাথ এর পুত্র জীবন পাইক, মিলন পাইক ও রিপন পাইকের ভিটি বাড়ি ও আবাদি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধে জের ধরে মঙ্গলবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে সুনীল কুমার পাইক এর বসত ঘরে অনাধিকার প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে আহত করে। এ সময় বীর মুক্তিযোদ্ধার ডাক চিৎকারে এলাকাবাসী এসে তাকে প্রতিপক্ষের প্রাণ নাশের কবল থেকে তাকে রক্ষা করেন।
এ বিষয় মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, তদন্ত করে প্রামানিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন : মঠবাড়িয়ায় কৃষি অফিসের টাকা আত্মসাতের চেষ্টা; নিরাপত্তা প্রহরীকে ফাঁসানোর অভিযোগ