ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রীবাহী বাস উল্টে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন বাংলাদেশি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন।
গতকাল রোববার রাত ১১টা ১০ মিনিটে কুয়ালালামপুরের কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস-৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। জানা যায়নি দুর্ঘটনার কারণও।
কে এল আই এয়ারপোর্টের ওসিপিডির সহকারী কমিশনার জুলকিফলি আদম শাহ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার সময় বাসটি ৪৩ জন শ্রমিক বহন করছিল। তাঁরা এমএএস কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন। দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত বাকি ৩৪ জনকে চিকিৎসার জন্য কাজাং, সার্ডাং, পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সেন্টমার্টিনের নিরাপত্তার দায়িত্ব নিল বিজিবি