মিনহাজ উদ্দিন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং ভূমি অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ বেশ কিছু লক্ষ নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে “ভূমি সেবা সপ্তাহ-২০১৯”। এ উপলক্ষে আজ ১০ই মার্চ বুধবার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন ভূমি সেবা নিয়ে মানুষের ভীতি দূর করে সরাসরি তাদের কাছে যাওয়ার আহ্বান জানান। ভূমি সেবা অধিকার সম্পর্কিত যে কোন তথ্য বা ধারণা দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
সে সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিষ্টার মাজহারুল ইসলাম, কাননগো দিলীপ কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে দেয়া হবে ভূমি বিষয়ক সেবা।
আরও পড়ুন: রাসেলকে ৫ লাখ টাকা দিলো গ্রিন লাইন