মোংলা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল। ছবি : মাসুদ রানা
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশন কর্তৃক নির্বাচিত মোংলার ছয় ইউনিয়নের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ’র অংশগ্রহণে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মোংলা প্রেস ক্লাবে পরিচিতি-মতবিনিময় সভাও অনুষ্ঠান হয়।
আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত পরিচিতি-মতবিনিময় সভা ও শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মোঃ নূর আলম আলম শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ খান।
চলমান বার্তার অন্যান্য খবর>>
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রীতা সরকার, চিলা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, বুড়িরডাঙ্গা ইউনিয়ন কমিটির সভাপতি ধীরাজ মোহন বিশ্বাস, চাঁদপাই ইউনিয়ন কমিটির সভাপতি তারাপদ বিশ্বাস, সুন্দরবন ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ফকির আলী আশরাফ প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। দুদক কর্তৃক নির্বাচিত ৪২জন ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ খান।
আরও পড়ুন :