ছবি: প্রতিবেদক
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলায় কলেজ ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে ৩ যুবককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মোংলার মেরিন ড্রাইভ সড়কে মোংলা কেন্দ্রিয় শহিদ মিনার সংলগ্ন এলাকায় এ ইভটিজিং’র ঘটনা ঘটে। ওই কলেজ ছাত্রী পরিবারের সাথে ঘুরতে আসলে কয়েক যুবক তাদের গায়ে ঢিল ছোড়া ও উত্তাক্ত করার অপরাধে ওই তিনজনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা করা হয়।
চলমান বার্তার অন্যান্য খবর>>
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী মেজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় মোংলা নদীর পাড়ে মেরিন ড্রাইভ সড়কে বিভিন্ন এলাকার মানুষ ঘুরতে আসে তাই এদিন এক কলেজ ছাত্রী পরিবারের অন্য সদস্যদের সাথে ঘুরতে আসে। সন্ধ্যায় একটি ফাস্টফুডের দোকানে বসে খাবার খাচ্ছিল, এসময় ওই এক তরুনীকে কয়েকজন যুবক ঢিল ছোড়াসহ নানাভাবে উত্যক্ত করছিল। ওই এলাকায়ই লোকজনের নিরাপত্তা রক্ষায় পুলিশ ডিউটিরত থাকায় তরুনীর পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে ৩যুবকে আটক করে।
এদিন রাত সাড়ে ৯ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ফাস্টফুডের দোকানী ও এর আশপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিন যুবক পৌর শহরের কেওড়াতলা এলাকার ছরোয়ার শেখের ছেলে আল মামুন (২৪), বটতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাহারিয়ার সবুজ (২৩) ও বাতেন সড়ক এলাকার শাহজাহানের ছেলে হাসান আলী (১৮) কে এ অর্থদন্ড অনাদায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এ নির্বাহী মেজিস্ট্রেট।
আরও পড়ুন :