মোঃ জাকির হোসেন হাওলাদার। ছবি : সংগৃহীত
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
মোংলা বাজারের গরুর মাংস ব্যবসায়ী মোঃ জাকির হোসেন হাওলাদার ওরফে কসাই জাকির মৃত্যুবরণ করেছেন।। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ….রাজিউন)। গতকাল রাত ৮টার দিকে তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
তিনি মোংলা পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ও মোংলা মাংস বাজার সমিতির সহ সভাপতি ছিলেন। তিনি মোংলা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে বসবাস করতেন ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ পুত্র সহ গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০ টায় মোংলা বিএলএস জামে মসজিদে জানাজার নামাজ শেষে মোংলা পৌর কবর স্থানে তাকে দাফন হয়।
তার মৃত্যুতে মোংলা মাংস বাজার সমিতির পক্ষ হতে ৩ দিনের শোক পালনের জন্য সকল প্রকার মাংসের দোকান বন্ধ থাকবে বলে জানান মাংস ব্যবসায়ী বাপ্পা রাজ। মোঃ জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোংলা পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও মোংলা বাজারের সকল ব্যাবসায়ীগণ।
আরও পড়ুন: রমজানে রংপুরে ভোগপণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই