ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন যে কোনো সময় গ্রেফতার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী আরও জানান মোয়াজ্জেমের দেশত্যাগের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বুধবার রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘কারা অধিদফতরের উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০১৯’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চলমান বার্তার অন্যান্য খবর>>
এ সময় মন্ত্রী বলেন, ওসি মোয়াজ্জেম হোসেনকে ধরা যাচ্ছে না বিষয়টা ঠিক না। তার বাহিরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দেশেই আছেন। আর যে কোন মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে।
এদিকে দুদক কর্মকর্তার সঙ্গে ডিআইজি মিজানের ঘুষ লেনদেনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ঘুষ দেওয়া-নেওয়া দু’টোই অপরাধ। ডিআইজি মিজান ঘুষ কেন দিয়েছেন, নিশ্চয়ই তার কোন দুর্বলতা আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ডিআইজি মিজানের বিরুদ্ধে এর আগের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিচার এখনো প্রক্রিয়াধীন। এরমধ্যে আবার ঘুষ কেলেঙ্কারি। বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :জান্নাতিকে পুড়িয়ে হত্যার দুই মাস পরও দেয়া হয়নি তদন্ত প্রতিবেদন, আতঙ্কে পরিবার