হাজী মারুফ. রংপুর অফিস ঃ সদ্য সমাপ্ত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের ছয় জেলার নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্র্রতিনিধি চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ এপ্রিল) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মুহম্মদ জয়নুল বারী তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রংপুর বিভাগীয় কমিশনার মুহম্মদ জয়নুল বারী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চল উন্নয়নে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। উপজেলার জনগণের উন্নয়ন ও কল্যানে সকলকে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যানে স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন। সরকারের সুদূর প্রসারি উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও কর্মকান্ডে সকলকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় নির্বাচিত ৩২ জন উপজেলা চেয়ারম্যান এবং ৬৪ জন পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রংপুর বিভাগীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সোহেলের জন্য ভালেবাসা, নুসরাতের জন্য প্রার্থনা