ছবি: হাসান আর সাকিব
হাসান আল সাকিব, রংপুর :
দিনাজপুরের বীরগঞ্জে স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড এর গ্রাহক হয়রানি ও প্রতারণার অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা অন্তুরের নেতৃতে ডিবিসি নিউজের রংপুর স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, বার্তা২৪.কম এর রংপুর স্টাফ করেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুক ও ডিবিসি নিউজের ক্যামেরা পারসন মহসীন এর উপর হামলা, ক্যামেরা ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রংপুরের সাংবাদিকরা।
শনিবার সকাল ১১ টার দিকে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে রংপুরের সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে এই আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।
এসময় সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু বিচারে ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারে সময় বেঁধে দিয়েছে রংপুরের গণমাধ্যমকর্মীদের সকল সংগঠন।
এসময় রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, রংপুর ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েসন, রংপুর ফটো সাংবাদিক এ্যাসোসিয়েসন, বেরোবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন দাবির প্রতি সংহতি জানান। শেষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন।
এসময় মানববন্ধন সমাবেশে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন- রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, প্রেসক্লাবের সহ-সভাপতি রফিক সরকার, রিপোর্টার্স ক্লাবের সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক রতন সরকার, চ্যানেল আই রংপুর স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম রহমতুল্লাহ অপু, ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পাদক এহসানুল হক সুমন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দফতর সম্পাদক রেজাউল করিম জীবন, সাংবাদিক সমিতির সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল প্রমুখ।
আরও পড়ুন; সুন্দরবন ও উপকুলীয় ক্ষতিগ্রস্থদের জন্য ব্যবস্থা নেবে সরকার: শাহাব উদ্দিন