ছবি : সুজন
সুজন, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আজ ৫ মে বিকাল ৩ টায় রানীশংকৈল সাব রেজিষ্টার অফিসের নকল নবীশের কর্মচারী ও কর্মকর্তারা এক মানববন্ধন করেন ৷
এসময় সেখানে উপস্থিত ছিলেন রানীশংকৈল নকল নবীশ এসোসিয়েশন এর সন্মানিত সভাপতি মোঃ মোস্তফা আলম, সাধারণ সম্পাদক শ্রী ধনেশ্বর চন্দ্র, সহ সভাপতি মোঃ হারুন অর রশীদ সরকার প্রমূখ ৷
এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ১৯৭৩ সালের ঘোষনা বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন ৷
বক্তারা আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু এক সময় নিজে এসব কর্মচারিদের চাকুরী স্থায়ী করন করবেন বলে ঘোষনা দেন, কিন্তুু বঙ্গবন্ধুর সব ঘোষনা ইতিমধ্যে পালন করা হলেও এখনো পালন করা হচ্ছেনা নকল নবীশদের চাকুরীর স্থায়ীকরণের কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷
তারা আরো দাবী করে বলেন বর্তমান প্রধানমন্ত্রী যদি এ বিষয়টি একটু সু-নজরে দেখেন তবে অতিসত্বর বাস্তবায়ন হবে নকল নবীশদের চাকুরীর স্থায়ীকরন ৷
এসময় সরকারের সু- দৃষ্টির কামনা করে ৫/৫/১৯ থেকে ৭/৫/১৯ ইং পযন্ত সারা দেশের প্রতিটি সাব রেজিস্টার অফিসে মানব বন্ধন চলবে বলে তারা হুশিয়ারি দেন।
আরও পড়ুন : রোজার মাসে প্রকাশ্যে খেলেই জেল-জরিমানা