ছবি: নিজস্ব আলোকচিত্রী
মো.শহিদুল ইসলাম: গাজীপুর:
মহানগরীর কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের মেধাবী ছাত্রী শারমিন আক্তার লিজার (১৭) হত্যাকারীর বিচার ও ফাঁসি চেয়ে মানব বন্ধন করেছে আমবাগ নজর দিঘী উচ্চ বিদ্যালেয়ের ছাত্র ছাত্রীরা।
শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে বারোটার সময় স্কুল মাঠে ওই মানব বন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় মানব বন্ধনে রাজুর ফাঁসির চেয়ে স্লোগান দিতে দেখা যায় ছাত্র ছাত্রীদের।
মানব বন্ধনে মোস্তাকিম রহমান রাজুর বিচার চেয়ে বক্তব্যদেন নজর দিঘী উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক, জ্ঞান মোহন সরকার, বীর মুক্তি যোদ্ধা আবু আহমেদ, দৈনিক ভোরের ডাক পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি এম এ মমিন রানা, ক্যামব্রিজ স্কুলের এডমিন অফিসার, মোঃ রুবেল হোসেন জিন্নাত।
প্রধান শিক্ষক বলেন,আমরা শারমিন আক্তার লিজা হত্যার তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাই।সেই সাথে শারমিন আক্তার লিজা হত্যার অন্যতম নায়ক রাজুসহ যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যকরের জোর দাবী জানাচ্ছি। ভবিষৎসতে যেন লিজার মতো আর কোন লিজার এভাবে প্রাণ দিতে না হয়।
প্রসঙ্গত বুধবার ১৭ এপ্রিল ক্লাস পরীক্ষা শেষে বাসায় যাওয়ার পথে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শারমিন আক্তার লিজাকে নির্মম ভাবে খুন করে বখাটে মোস্তাকিম রহমান রাজু।
এ ঘটনায় মোস্তাকিন রহমান রাজুকে আটক করেছে পুলিশ। আটক মোস্তাকিন কোনাবাড়ী লিংকন মেমোরিয়াল কলেজের ছাত্র। সে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন সালনা এলাকার আবুল কাশেমের ছেলে।তারা কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকায় পরিবারের সাথে বাসা ভাড়া থাকে।