শবেবরাত
মো.শামীম মিয়া
দিনশেষে আজ শবেবরাত,
ইবাদত করবো সবে সারারাত।
সবার বাড়ুক অনেক হায়াত,
দোজখ হতে চাইছি নাজাত।
আজকে খোদা নিজের হাতে,
লিখবেন নেকি পাপ মুছাতে।
আজকে জীবন হবে ধন্য,
সকল গুনাহে ভরবে পূণ্য।
ঘুছবে যতো গ্লানি – দুখ,
শোকের মাঝে হাসবে সুখ।
পড়বে সবাই নামাজ- কালাম,
ভাগ্য গুণে শবেবরাত পেলাম।
খোদার আরশ আজ উন্মুক্ত,
অনেক পাপী হবে মুক্ত।
সন্ধ্যা থেকে ফজর সময়,
সবার কথা শুনবেন দয়াময়।
আসুন খোদার আদেশ মানি,
প্রিয় নবীর (সা) জানি জীবনী।
দরুদ পড়ি নবীর(সা) শানে,
রাতটি কাটাই গভীর ধ্যানে।
আরও পড়ুন: অপার লীলা ( গীতি কবিতা )