মাহমুদ নজরুল
কবিতার গন্ধে মাতোয়ারা হয়ে ডাকলাম,
ছন্ধে সুমধুর সুর তুলে ডাকলাম,
তুমি এলেনা।
ফিরে গেলে মলয়ায় গা ভাসিয়ে সুদুরে।
কোকিলের সুরধ্বনি ধার করে
ময়ূরের পেখম তোলা নাচে নেচে উঠলাম,
তোমাকেও নাচাতে চাইলাম,
তুমি এলেনা।
মিশে গেলে বিষন্ন বদনে নীলিমায়।
কত শত গত হলো দিনাতিপাতের ধারা
রাগে অনুরাগে কবিতাগাঁথায় ডাকলাম,
পালতোলা হাসি ভাসিয়ে নহরে লহরে ডাকলাম,
তুমি এলেনা।
আসমুদ্রহিমাচল পেরিয়ে হারিয়ে গেলে,
দিগন্তে রংধনু রংগে মিশে গেলে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলরে — বলে চলে গেলাম পৃথিবীর ইতিপ্রান্তে,
ঝাঁপ দিতে যাবো অসীম শুন্যতায় —
দৈবাৎ পেছন থেকে ডাক দিলে –“আমাকে সাথে নিয়ে যাও”।
জানিনা এত সাধ কেন সহমরণে