রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে মাসব্যাপি তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা/প্রদর্শনী-২০২২ শুভ উদ্ভোদন করা হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার সময় বাজার স্টেশন কড়ি তলা মুক্তির সোপানে মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাসব্যাপি তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ জাতীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. সেলিম আহমেদ, বাংলাদেশ তাঁত বোর্ডের মহাব্যবস্থাপক কামনাশীষ দাস প্রমুখ।
এ মেলায় বিভিন্ন ষ্টলে নিত্যনতুন পন্যের সমাহার নিয়ে ষ্টল সাজানোর কাজে ব্যাস্ত হয়ে পড়ছে মেলা আয়োজন কমিটি ও ষ্টল মালিকেরা।
আরও পড়ুন :তাড়াশে সহযোগীদের নিয়ে স্ত্রীকে হত্যা, শ্বশুর-শাশুড়ি আটক, স্বামী পলাতক