হে রমজান
মাহমুদুন্নবী জ্যোতি
তোমার বক্ষে নাও হে রমজান
তোমার আদর্শে রাঙিয়ে দাও আমায়
ধুয়ে নিয়ে যাও আমার পঙ্কিল অতীত
পবিত্র করে দাও আমার অনাগত আগামী।
ভয়ার্ত অতীতের ওপর আজও বেঁচে আছি
ধ্বংসের ধুসর আচ্ছন্নতায় নিচ্ছি শুদ্ধ শ্বাস
মৃত্যু কড়া নাড়ে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত
মৃত্যু ভয় দূর কর বর্ণিল আলোকচ্ছটায়
প্রশস্তময় করে দাও পরপারের খিরকী।
হে রমজান,
তোমার বক্ষে নাও প্রিয় স্বজনের মতো
ভুমিষ্ঠক্ষণের মতো করে দাও নিষ্পাপ
স্রষ্টাপ্রেমের রশ্নি জ্বালো অশুদ্ধ বক্ষে আমার
বিরহী প্রেম পৌঁছে দাও নবীর করকমলে
আর, সপ্ত আসমানে পৌঁছে দাও হৃদয়ের স্মরণ।
আরও পড়ুন :‘জন্ম লগ্ন থেকে মৃত্যু অবধি’