নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৪ জুন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয়ী বগুড়া-৬ শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ এ সংক্রান্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, বগুড়া-৬ আসনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। বাছাই ২৭ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৩ জুন। প্রতীক বরাদ্দ ৪ জুন।
চলমান বার্তার অন্যান্য খবর:
তিনি বলেন, এ আসনটিতে উপ-নির্বাচন হবে । সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ করা হবে। শীতকালে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট হয়। গ্রীষ্মকালের জন্য ভোটগ্রহণের সময় এক ঘন্টা পিছিয়ে দেয়া হয়েছে বলে সচিব জানান।
এই আসনে সবকটি কেন্দ্রে ইলক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্দিষ্ট সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ৩০ এপ্রিল রাতে এ আসনটি শূন্য ঘোষণা করে তা সংসদকে অবহিত করেন।
আরও পড়ুন :ইয়াংগুনে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন ৩৩ যাত্রী